আশুগঞ্জ গণহত্যা দিবস আজ


প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৪ এপ্রিল ২০১৭

আজ ১৪ এপ্রিল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে পাক হানাদার বাহিনী আশুগঞ্জের শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করে। এদিন সকালে পাক বাহিনী আধুনিক সমরাস্ত্রে সু-সজ্জিত হয়ে আশুগঞ্জ সাইলোতে ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার স্থাপনের জন্য হেলিকপ্টারে করে আশুগঞ্জের সোনারামপুরে প্রায় ৫ হাজার সৈনিক অবতরণ করে।

পরে পাক সেনারা প্রথমে আশুগঞ্জের সোহাগপুরে হামলা চালায়। এরপর সোনারামপুর, ধানের আড়ৎ, মাছ বাজার, রেল গেইটে, রেলস্টেশন, বড়তল্লা, খোলাপাড়া, লালপুর এবং চরচারতলা গ্রামের নিরীহ মানুষদের আটক করে নিয়ে যায়।

পাক বাহিনী বিভিন্ন এলাকা থেকে মানুষদের ধরে এনে সাইলো, মেঘনা নদীর উপর নির্মিত রেলসেতু, ধানের আড়তসহ আশুগঞ্জের অন্তত পাঁচটি স্পটে হত্যাযজ্ঞ চালায়। তবে যেসব স্থানে গণহত্যা চালানো হয়েছিল সেসব স্থানে স্মৃতিস্তম্ভ গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো স্মৃতিস্তম্ভ গড়ে না উঠায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।