বান্দরবানে বুদ্ধমূর্তি স্নান, উৎসবে রঙিন পাহাড়


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

বান্দরবান পার্বত্য জেলার আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের ২য় দিনে বুদ্ধমূর্তি স্নান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় হাজারও বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে পবিত্র জল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানি পাড়াস্থ সাঙ্গু নদীর তীরে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে এসে মিলিত হয়। এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত ছিলেন।

Bandarban

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ অনেকে। এদিকে সাঙ্গু নদীর তীরে দেশ ও নিজের শান্তি কামনায় সকলে সমবেত প্রার্থনায় মিলিত হন।

সমবেত প্রার্থনায় ধর্মীয় উপদেশ প্রদান করেন উ চ হ্লা ভান্তে। সমবেত প্রার্থনার পরে সকলে ভগবান বুদ্ধের গায়ে পবিত্র জল ঢালেন। এদিকে আজ রাতে শহরের অলি গলিতে পিঠা উৎসবে মেতে উঠবে জেলার মারমা সম্প্রদায়।

সৈকত দাশ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।