প্রেমের জেরে সাংগ্রাই উৎসবে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

বান্দরবানের লামা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে সাংগ্রাই উৎসবের মেলায় হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে জেলার লামা পৌরসভার এলাকার সাবেক বিলছড়িতে সাংগ্রাই মেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত বছর লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি পাড়ার এক ছেলের সঙ্গে গজালিয়া ইউনিয়নের ছোটবমু হেডম্যান পাড়ার এক মেয়ের প্রেমের সম্পর্ক হয়।

পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের মাঝে সমস্যা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়। ওই বৈঠকে ইউনিয়ন পরিষদের মেম্বার উ সাচিং, হেডম্যান মংসা খৈসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

কিন্তু বৈঠকে মীমাংসার বিষয়ে সিদ্ধান্ত আসলে কোনো পরিবারই তা মেনে নেয়নি। তাই ওই ক্ষোভ থেকে রোববার দুপুরে ছোট বমু হেডম্যান পাড়ার লোকজন সাবেক বিলছড়ি এলাকায় অনুষ্ঠিত সাংগ্রাই উৎসবে গেলে স্থানীয়রা লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ছোটবমু মৌজা হেডম্যান মংসাখই মার্মা বলেন, দুই পক্ষের মানুষকে নিয়ে গত বছরই বিষয়টি আমরা মীমাংসা করে দিয়েছি। কিন্তু আজ সাংগ্রাই উৎসবে হামলার বিষয়টি নিন্দনীয়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ করেছে । আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সৈকত দাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।