ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার একটি সংঘর্ষের মামলায় বিধান সরকার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলি থেকে তাকে গ্রেফতার করা হলেও সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়।
গ্রেফতার বিধান সরকার সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের মহিতোষ সরকারের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা বিধান সরকারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে। সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সকালে মহিতোষ সরকার বাদী হয়ে বিধান সরকারসহ আটজনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কামার সাহা গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, দুপুরে বিধান সরকারকে আদালতে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর