সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে ২ বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত: ০২:৩৯ এএম, ২৮ এপ্রিল ২০১৫

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তে বিএসএফের নির্যাতনে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে নূরুল ইসলাম ও পাশের সীমলডাঙ্গা গ্রামের ইসলাম।

স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় বেশ কয়েকজন গরু ব্যবসায়ী কলমুডাঙ্গা সীমান্তের ২৩৪ নম্বর পিলারের কাছে ভারতীয় গরু আনতে যায়। এসময় বিএসএফ সোয়ানঘাট ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে নূরুল ও ইসলামকে ধরে নিয়ে যায়।

পরে নির্যাতন করে নূরুলকে হত্যা ও ইসলামকে আহত করে সকাল ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরে ফেলে রেখে যায় বিএসএফ। পরে চিকিৎসাধীন অবস্থায় ইসলামের মৃত্যু হয়।

১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।