ভোমরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক


প্রকাশিত: ০২:২৯ এএম, ১৯ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

সাতক্ষীরার ভোমরা বন্দরের বাশকল এলাকা থেকে ৫টি স্বর্ণের বার ও মোটারসাইকেলসহ চোরাকারবারি ইসাক আলীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত ৮টার দিকে চোরাকারবারির মোটারসাইকেলের ট্যাংকির ভিতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ইছাক আলী সদর উপজেলার লক্ষদাড়ী গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক আরমান হোসেন জানান, ভোমরা ক্যাম্প কোম্পানি কমান্ডার সিরাজুল গনিসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে স্বর্ণের এসব বার উদ্ধার করে। ঘটনায় মামলা করা হবে।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।