পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্টে দেবর-ভাবীর মৃত্যু
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর-ভাবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়হট্টি গ্রামে একটি মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়হট্টি গ্রামে সাদেকুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম ও বানু হোসেনের ছেলে ইসমাইল হোসেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, বড়হট্টি গ্রামে বাড়ির পাশে একটি মাঠে বিকেলে ধান কাটতে যান ইসমাইল হোসেন। এ সময় অগভীর একটি নলকুপের বৈদ্যুতিক তারের সঙ্গে ইসমাইল হোসেন জড়িয়ে গেলে চিৎকার শুরু করেন।
পরে চিৎকার শুনে ভাবী মমতাজ বেগম দেবর ইসমাইল হোসেনকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যান।
আর গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মমতাজ বেগম মারা যান। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএ/পিআর