সাতক্ষীরায় জাপা নেতার নামে চাঁদাবাজি মামলা
সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে তালা থানায়।
জাপা নেতাকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ ও ব্যবস্থা গ্রহণসহ আগামী সংসদ নির্বাচনে প্রার্থী নির্ধারণ, সংগঠনকে গতিশীল করার বিষয় বৈঠক করেন পার্টির মহাসচিব।
শুক্রবার রাতে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির গুলশানস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় জাপা চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন লিয়ন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা মো. নুরুজ্জামান, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি ও তালা উপজেলা শাখার সভাপতি এসএম নজরুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি ও ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, তালা উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দীন, কলোরোয়া উপজেলা শাখার সভাপতি মশিয়ার রহমান, জাপা নেতা নুরুল ইসলাম কাজী, লালু মিয়া হুদা, তালা উপজেলা যুব সংহতি নেতা মো: বাহারুল মোড়ল উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি জাপা নেতাকর্মীকে হয়রানি বন্ধে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তালা উপজেলা সভাপতির নামে বানোয়াট চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল তালা সদরের শাহপুর এলাকার রমজানের স্ত্রী আনোয়ারা বেগমকে বাদী সাজিয়ে তালা থানায় একটি চাঁদাবাজি মামলা রেকর্ড করা হয়।
মামলায় তালা উপজেলা জাপা সভাপতি ও প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম