ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে সে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে লক্ষ্য করে ছাত্রলীগ নেতাকর্মীদের জুতা প্রদর্শনের পর এ সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠিটি জেলা ছাত্রলীগের কাছে এসে পৌঁছায়।

চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেইসঙ্গেড় জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে সংগঠন থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

ব্রাহ্মবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল কেন্দ্রের পাঠানো চিঠি প্রাপ্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দুপুরে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে লক্ষ্য করে জুতা প্রদর্শন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে আহত হন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে।

এর আগে বিজয়নগর উপজেলার নবনির্মিত প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন নিয়ে স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ হয়ে মন্ত্রীকে ছায়েদুল হক বিজয়নগরে ঢুকলে তাকে প্রতিহত করার ঘোষণা দেয় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজিজুল সঞ্চয়/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।