তালাবাসীর পক্ষ থেকে সাংবাদিক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা


প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

চাঁদাবাজি মামলায় টানা ২০ দিন পর এলাকা ছাড়া থাকার পর বাড়িতে ফিরেছেন তালা প্রেসক্লাব সভাপতি, সদর ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম।

সোমবার সকালে বাড়িতে ফেরার পর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার হাজারও মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে রোববার দুপুরে হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চের বিচারপতি শেখ হাসান অরিফ এবং বিচারপতি খিজীর আহম্মেদ চৌধুরী দীর্ঘ শুনানি শেষে জামিন মঞ্জুর করেন তার।

এলাকাবাসী, বণিক সমিতি, উপজেলা জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রবীণ শিক্ষক সৈয়দ মোমিনুল ইসলাম এহিয়ার সভাপতিত্বে নিজ এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তালা মহাশশ্মান ও মন্দির কমপ্লেক্ষের সভাপতি হৃদয় সাধু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এছাড়া, তালা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে আলহাজ কওসার আলী সরদার, জাতীয় পার্টির তালা উপজেলা শাখার পক্ষে আব্দুর রশিদ, জুলফিকার আলী জুলু, আব্দুল লতিফ, জাতীয় ছাত্র সমাজের জেলা কমিটির পক্ষে সদস্য সচিব আকরামুল ইসলাম, ইউনুচ আলী সরদার, ডুমুরিয়া প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক আব্দুল মজিদ, তালা প্রেসক্লাবের পক্ষে এস.এম জাহাঙ্গীর হাসান, বাহারুল ইসলাম, আব্দুল মান্নান, আক্তারুল ইসলাম, সোহাগ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের পক্ষে সৈয়দ মাসুদ রানা, নজরুল ইসলাম রাজু, শাহিনুর রহমান, অমিত কুমার, খলিলুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পক্ষে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁ বুদো, অ্যাডভোকেট কবির আহম্মেদ, ভায়ড়া বাজার বনিক সমিতির পক্ষে লিটন গোলদার, আক্তারুল ইসলাম, মাঝিয়াড়া বাজার বণিক সমিতির পক্ষে শেখ আব্দুস সাত্তার, সুনীল দেবনাথ, তালা ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষে মীর হুমায়ুন কবীর, কেএম শাহিনুর রহমান, আধ্যাত্মিক সাধক এজাহার আলী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে শিক্ষক কামরুল ইসলাম, আব্দুল আলীম, আব্দুস সাত্তার, ইউনুচ আলী, শিবপুর জামে মসজিদ কমিটির পক্ষে আনছার আলী সরদারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নজরুল ইসলাম বলেন, যেসব মানুষরা পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সংবর্ধনা শেষে পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল আলীম।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।