মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে মৌমাছির কামড়ে মো. নাজমুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মো. নাজমুল উপজেলার মরিচা ইউনিয়নের লোটন গ্রামের খাজামুদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম বলেন, সকালে বাড়ির উঠানে গাছে থাকা বেশ কিছু মৌমাছি হঠাৎ করে তাকে আক্রমণ করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এএম/পিআর