বীরগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৫ এপ্রিল ২০১৭

দিনাজপুরের বীরগঞ্জে মো. ময়নুল ইসলাম (২২) এবং মো. আলম ইসলাম (২৩) নামে দুই গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মো. ময়নুল ইসলাম বীরগঞ্জ পৌর শহরের দক্ষিণ সুজালপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে এবং আলম ইসলাম একই এলাকার মাকড়াই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।

বীরগঞ্জ থানা পুলিশের এসআই মো. লুৎফর রহমান জানান, সোমবার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রিকালে মো. ময়নুল ইসলাম এবং মো. আলম ইসলাম নামে দুইজনকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে তাদের মঙ্গলবার সকালে ভ্রাম্যামাণ আদালতে উপস্থিত করলে বিচারক প্রত্যেককে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হবে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।