মুক্তিযোদ্ধা বাছাই কমিটির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
রংপুরের গঙ্গাচড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধাদের একটি অংশ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোলায়মান আলী জানান, বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম তার অনুসারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম গত ১৮ ফেব্রুয়ারিতে শেষ করেন।
পরবর্তীতে উপজেলা যাচাই-বাছাই কমিটি গত ১৮ এপ্রিল বাছাই প্রতিবেদন ঢাকাস্থ জামুকায় প্রেরণ করেন এবং ১৯ এপ্রিল তা উপজেলায় নোটিশ বোর্ডে টাঙানো হয়।
তিনি অভিযোগ করে বলেন, বাছাই কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অজিজুল ইসলাম টাকার বিনিময়ে তার ভাই নজরুল ইসলামকে এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাছাই কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ওবায়দুল্যাহ তার ভগ্নিপতি নজরুল ইসলামকে মুক্তিযোদ্ধার জন্য সুপারিশ করেছেন।
প্রকৃতপক্ষে তারা দুজনেই মুক্তিযোদ্ধা ছিলেন না। এছাড়া টাকার বিনিময়ে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানোর সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত মুক্তিযোদ্ধারা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দালিলিক প্রমাণ ও সাক্ষী থাকার পরও তাকেসহ অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার সুপারিশ করা হয়নি। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কর্তৃক আদালত অবমাননা, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির এই বিতর্কিত প্রতিবেদন বাতিল করে পুনরায় নিরপেক্ষ কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করার দাবি জানান বঞ্চিত মুক্তিযোদ্ধারা।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, মাসুম আলী, মজিবর রহমান প্রামানিক, আব্দুল ওয়াদুদ, আফতাব উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
জিতু কবীর/এএম/আরআইপি