সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৬ এপ্রিল ২০১৭

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে ভর্তির করার পর আরো একজনের মৃত্যু হয়। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বুধবার সকালে ঢাকা থেকে একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সলঙ্গার নলকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি সামনে থাকা রড বোঝাই অপর আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনে ট্রাকের কেবিনে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা আরো একজনের মৃত্যু হয়।

এদিকে সিরাজগঞ্জর সলঙ্গায় হান্নান সরকার (২৮) নামে এক ইটভাটার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত হান্নান সরকার (২৮) সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুল ইউনিয়নের তারটিয়া গ্রামের দবির উদ্দিন সর্দারের ছেলে ও রায়গঞ্জের শাপলা ইটভাটায় শ্রমিক।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে ইটভাটার শ্রমিক হান্নান সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে গ্রামের পার্শ্ববতী তারটিয়ার ভরসা ইট ভাটায় নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সলঙ্গার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।