`মায়ের দুধের বিকল্প নেই` শীর্ষক কর্মশালা


প্রকাশিত: ০১:০৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

`শিশুর সুস্থতা, নিরাপদভাবে বেড়ে উঠা আর মেধাবিকাশের ক্ষেত্রে মায়ের দুধের কোন বিকল্প নেই’ এমন প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে পাবনায় এক কর্মশালার আয়োজন করা হয়। পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হারুন উর রশিদ এতে সভাপতিত্ব করেন।

কর্মশালায় মায়ের বুকের দুধ পানে প্রসূতি ও প্রসবকালীন মা ও শিশুর বুদ্ধি, বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে গুরুত্ব, প্রয়োজনীয়তা ও করণীয় নানা দিক উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

আলোচনায় অংশগ্রহণ করেন ডা. শারাবান তাহুরা, ডা. ফারজাহা মাহজাবীন, ডা. ইফতেখার আলী, পাবনা জিলা স্কুলের শিক্ষক মো. আখতারুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা বসের নির্বাহী পরিচালক মো. মঞ্জুর হোসেন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, উন্নয়ন কর্মী, স্বাস্থ্য কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিশু জন্মগ্রহণের ১ ঘণ্টা পর থেকে ৬ মাসব্যাপী মায়ের বুকের দুধ পান করানো, ৬ মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরী পুষ্টি জাতীয় খাবার খাওয়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মশালায় কৌটার দুধ পুরোদমে পরিহারের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

কর্মশালায় আরও জানানো হয়, যে মা তার সন্তানকে বুকের দুধের পরিবর্তে কৌটার দুধ খাওয়াচ্ছেন। সেই মা নিজেই তার সন্তানকে অসুস্থতা, রুগ্নতার পাশাপাশি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। বুকের দুধ শিশুকে পান করালে সেই মায়ের শারিরীক ও মানসিক কোন সমস্যা নয় বরং তিনি নিজেকে ও শিশুকে সুস্থ্য রাখছেন।  

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।