শেরপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন হুইপ আতিক


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৬ এপ্রিল ২০১৭

শেরপুরে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অকাল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের এমপি আতিউর রহমান আতিক।

বুধবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার, ধলা ও পাকুড়িয়া ইউনিয়নের পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সদর উপজেলার ২৫০ হেক্টর জমির বোরো আবাদ পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় দেড় হাজার কৃষক তাদের আধপাকা ফসল হারিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে হুইপ আতিকের সঙ্গে সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা উপস্থিত ছিলেন।

এছাড়া পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ হায়দার আলী, ধলা ইউপি চেয়ারম্যান রইস উদ্দিন ও গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান লিপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এর আগে সকালে হুইপ আতিক পাকুড়িয়া ইউনিয়নের তিরছা গ্রামে নতুন বিদ্যুৎ লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেসময় শেরপুর পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মাশরুল হক খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।