আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত


প্রকাশিত: ১১:১৮ এএম, ২৬ এপ্রিল ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসহাক সুমন (৩০) ও সন্তোষ সূত্রধর (২২) নামে দুই সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টা দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সুমন এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও সন্তোষ চিত্র সাংবাদিক।

আহত সাংবাদিক ইসহাক সুমন জানান, দুপুরে সংবাদ সংগ্রহের কাজ শেষে মোটরসাইকেলে করে আশুগঞ্জ উপজেলার কামাউড়া থেকে উপজেলা সদরে ফিরছিলেন।

পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটারসাইকেল থেকে সুমন ও সন্তোষ সড়কে ছিটকে পড়েন।

এ ঘটনায় সুমনের ডান হাত ভেঙে গেছে এবং সন্তোষ সামান্য আহত হয়েছেন। তারা দুজনই স্থানীয় ডে-নাইট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।