আশুগঞ্জে আ.লীগের সম্মেলন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় উপজেলার লালপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত লালপুর এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে জানান, দুপুর ৩টার দিকে লালপুর এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ডাকেন ইউপি চেয়ারম্যান আবুল খায়ের। তবে অাওয়ামী লীগে আবুল খায়েরের কোনো পদ না থাকায় তিনি সম্মেলন ডাকতে পারেন না বলে স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা সম্মেলনের বিরোধিতা করছেন।
বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মোটর শোভাযাত্রা নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস