বয়লার বিস্ফোরণ : বিচার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং মালিকের গ্রেফতার ও বিচারসহ ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিতভাবে দিনাজপুরের বাম সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

মিলের ভয়াবহ বয়লার বিস্ফোরণ ও পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে শনিবার দিনাজপুর প্রেসক্লাব ভবনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম।

জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত শুক্রবার গোপালগঞ্জ হাটে চাতাল ও চাউল কল শ্রমিক সংগ্রাম কমিটি মিলের বয়লার বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং মালিকের গ্রেফতার ও বিচারের দাবিতে ডাকা সভায় যমুনা অটো রাইস মিলের মালিক সুবল ঘোষের লেলিয়ে দেয়া সন্ত্রাসীর ৮-১০ জনের সংঘবদ্ধ দল হামলা ও ভাঙচুর করে।

কিন্তু যতই এসব করা হোক না কেন, যমুনা অটো রাইস মিলের আহত-নিহতদের ক্ষতিপূরণ ও মালিকের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহীদুল্লাহ, বাসদ (মার্কসবাদী) দিনাজপুরের সদস্য এ.এস.এম মনিরুজ্জামান, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আশরাফুজ্জামান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ দিনাজপুরের সাধারণ সম্পাদক আনোয়ার আলী সরকার, বাসদ নেতা সারওয়ারুল ইসলাম ক্লিপ্টন, জাসদের দফতর সম্পাদক ইন্দ্রজিৎ রায় অনীক, বাসদ (মাহবুব) নেতা হারুন উর রশিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দিনাজপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, শ্রমিক সামিউল, জিকরুল হক, জলেশ্বর রায় প্রমুখ।

বক্তারা বলেন, গোপালগঞ্জ এলাকায় চালকল শ্রমিকদের মধ্যে মালিক পক্ষ যে ভীতি তৈরি করেছে। তা দূর করে শ্রমিকদের চাকরি, জীবন ও সম্পদের নিরপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তৎপর হতে হবে।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।