ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মতিন মুহুরির ছেলে ফরহাদ (৩২), কাজীপাড়া মহল্লার নেহার মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও একই মহল্লার মর্তুজ আলীর ছেলে অদুদ মিয়া (২৭) এবং মেড্ডা এলাকার আবদুর রব মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি পাপাইপগান, দুইটি রামদা, একটি ধারালো কাটার ও একটি স্টিলের পাইপসহ ওই ৪ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস