এ আই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা
স্থায়ী কর্মসংস্থানসহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল সোমবার (০১ মে) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি।
রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪ দফা বাস্তবায়নের কারণ ব্যাখ্যা করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজাদ হোসেন।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে আসলেও আমাদের চাকরি স্থায়ীকরণের কোনো চিন্তাভাবনা কর্মকর্তাদের মাঝে লক্ষ্য করা যায়নি। আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের পক্ষে যুক্তি তুলে ধরে দীর্ঘসময় বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছি। কিন্তু তাতেও কোনো সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি।
৪ দফা দাবীর মধ্যে রয়েছে প্রত্যেক ইউনিয়নে এ আই টেকনিশিয়ান পদ সৃষ্টির মাধ্যমে কর্মরতদের আত্মীয়করণ করতে হবে। আত্মীয়করণ না হওয়া পর্যন্ত শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে, কৃত্রিম প্রজনন নীতিমালা লঙ্ঘন করে স্বল্পদিনের প্রশিক্ষণ দেয়া কর্মী প্রত্যাহার করতে হবে, নীতি নির্ধারিত কমিটিতে সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে এবং একই ইউনিয়নে একাধিক এ আই টেকনিশিয়ান নিয়োগ বন্ধ করতে হবে। এছড়াা ইতোমধ্যে যাদের একাধিক নিয়োগ দেয়া হয়েছে তাদের অন্য যে সকল ইউনিয়নে নিয়োগ দেয়া হয়নি সেখানে সরিয়ে নিতে হবে। এ দাবিগুলো না মানা পর্যন্ত ১ মে ২০১৭ থেকে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন করব আমরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. মাহাতাব উদ্দীন, সভাপতি মন্ডলীর সদস্য মো. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শ্রী অশোক কুমার দাস, মো. মূর্তজার রহমান, শ্রী মহেশ্বও চন্দ্র রায়, এএইচ এম কামাল সরকারসহ সংগঠনের স্থানীয় বৃহত্তর দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।
এমদাদুল হক মিলন/এএম/পিআর