ব্যবসায়ী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪


প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৩ মে ২০১৭

গাইবান্ধার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুরে উপজেলায় বাসুদেবপুর এলাকা থেকে চার যুবককে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। অপহৃত যুবক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোটরপাটর্স ব্যবসায়ী গোলাম মোস্তফা বিপু (৩২)।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, মঙ্গলবার দুপুরে হিলিতে ব্যবসায়িক কাজে গোলাম মোস্তফা বিপু (৩২) আসেন।

এ সময় উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মেরিল (২৬) একই গ্রামের ফিরোজ আলীর ছেলে সাগর (৩০) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (৩২), রিয়াজুল ইসলামের ছেলে পলাশ (৩০) ওই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে সাগরের বাড়িতে তাকে আটকে রেখে বিপুর চাচাতো ভাই নজরুল ইসলামের কাছে মোবাইল করে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।

বিষয়টি বিপুর পরিবার ওই রাতেই থানায় জানালে পুলিশ সাগরের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে বিপুর চাচাতো ভাই নজরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।