তিনি আসবেন তাই...


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৩ মে ২০১৫

বাংলাদেশ সরকারের পরিদর্শকের (জিআইবিআর) আগমন উপলক্ষে রেলওয়ের পাকশী বিভাগের ৫টি স্টেশনে অবৈধ দখলদার উচ্ছেদসহ রং করার কাজ চলছে।

৬ মে তিনি ঈশ্বরদী-পাকশীতে আসবেন। এসময় তিনি এই এলাকার কয়েকটি স্টেশন পরিদর্শন করবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনাসহ ৫টি স্টেশন রং করার কাজ চলছে। এতে ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা। তিনি যেনো কোনো কিছুতে অসন্তুষ্ট না হন সেইজন্য এসব ব্যবস্থা।

রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, ঈশ্বরদী জংশন থেকে জামতৈল স্টেশন পর্যন্ত রেলের জিআইবিআর বাৎসরিক পরিদর্শন করবেন। মূলত তার পরিদর্শনের কারণেই পাকশী বিভাগের ৫টি স্টেশন পরিস্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য কাজ করা হচ্ছে। এসব স্টেশনগুলো হচ্ছে, মূলাডুলি, চাটমোহর, লাহেড়ী মোহনপুর, উল­াপাড়া ও জামতৈল।

ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারেনটেন্ডেন্ট মোস্তাফিজুর রহমান জানান, জিআইবিআর পরিদর্শনের কর্মসূচি ছাড়াও ঈশ্বরদী জংশন স্টেশন সৌন্দর্যবৃদ্ধি, যাত্রীসেবা ও জনসাধারণের সুবিধার্থে পরিস্কার-পরিচ্ছন্নতা ও রেলের হকার উচ্ছেদ করা হচ্ছে। বুকিং কাউন্টার ও ফুট ওভারব্রিজসহ স্টেশন এলাকার ৩০টি অবৈধ দোকান সরিয়ে ফেলা হয়েছে।

পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, উচ্ছেদ অভিযানটি তাদের নিয়মিত কাজের অংশ। ঈশ্বরদী থেকে জামতৈল পর্যন্ত এলাকায় ছোট-বড় ২৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।