পাহাড়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৬ মে ২০১৭

পাহাড়ে সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি এবং সেনাবাহিনী প্রত্যাহারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে পার্বত্য নাগরিক পরিষদ নামে একটি সংগঠন। শনিবার বিকেলে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

এ সময় পাবর্ত্য নাগরিক পরিষদের মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের সদস্য ফরহাদুল ইসলাম জুয়েল, পার্বত্য নাগরিক পরিষদের মহিলা সম্পাদক খোরশিদা আমিন, আহ্বায়ক সায়দুল আমিন। এ সময় বক্তারা পাহাড়ে চাঁদাবাজি, খুন, গুম বন্ধের দাবি জানান।

এদিকে, একই দাবিতে বান্দরবানের লামা উপজেলায় আজ সকালে সড়ক অবরোধ করে বাঙালিরা। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ জনগণকে।

সৈকত দাশ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।