রায়গঞ্জে ৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৮ মে ২০১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর আলম হত্যা মামলার পলাতক আসামি ফরহাদ আলীকে (৩৫) তিন বছর পরে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চান্দাইকোনা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরহাদ আলী উপজেলার পারকোদলা গ্রামের ময়ান আলী সেখের ছেলে।

রায়গঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশফাকুর রহমান ও এএসআই আরিফুল ইসলাম সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের এপ্রিল মাসের ১৯ তারিখ মোটরসাইকেল চালক ও চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলমকে ভাড়ার কথা বলে আসামিরা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায়।

এ ব্যাপারে নিহতের বাবা ফরহাদ আলীসহ কয়েক দুর্বৃত্তকে আসামি করে একটি হত্যা মামলা করেন। (যার রায়গঞ্জ থানার মামলা নং-৯, জি আর মামলা নং ৫২/১৪)।  হত্যাকাণ্ডের ৩ বছর পর সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।