প্রতিপক্ষের শাবলের আঘাতে প্রাণ গেল কৃষকের


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৯ মে ২০১৭

বাড়ির আঙ্গিনায় সবজির বাগান নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিপক্ষের শাবলের আঘাতে আব্দুস সালাম (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় বৃদ্ধের স্ত্রী মুক্তা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুস সালাম একই গ্রামের মৃত হবিবর রহমান তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালামের প্রতিবেশী আইয়ুব নবী তার বাড়ির আঙ্গিনার সামনে লাউ গাছের মাচা তৈরি করছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে আইয়ুব নবী তার হাতে থাকা শাবল দিয়ে আব্দুস সালামের বুকে আঘাত করে। এ সময় সালামের স্ত্রী মুক্তা খাতুনকেও শাবল দিয়ে আঘাত করে তিনি পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় কৃষক দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুস সালাম মারা যান। সকাল ১০টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের লোহার শাবলের আঘাতে আব্দুস সালামের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।