হত্যা মামলায় সহোদরসহ ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:১১ এএম, ১১ মে ২০১৭

সিরাজগঞ্জে এনায়েতপুরে হত্যা মামলায় সহোদরসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রুপসী গ্রামের শাহেদ আলী ভূইয়ার দুই ছেলে মো. বাবু (৩৫) ও ওসমান আলী (৪০) এবং একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে সামসাদ আলী (৩৮)।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, এনায়েতপুর থানার রুপসী গ্রামে আব্দুর রশিদের ছেলে শাহজাহান আলীর সঙ্গে আসামিদের পূর্ব শক্রতার বিরোধ চলে চলছিল।

এরই জের ধরে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি শাহজাহান আলী বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত প্রয়োজনে সিরাজগঞ্জে অ্যাডভোকেট আব্দুল খালেকের কাছে যায়। কাজ শেষে সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে বাড়ি ফেরেন শাহজাহান আলী। রাত ৮টায় তিনি এনায়েতপুরের কৈজুরী গোপালপুর গ্রামের ভাঙা বাঁধের কাছে পৌঁছালে আসামিরা তার ওপর হামলা চালায়।

এ সময় আসামিরা শাহজাহান আলীকে কুপিয়ে ও গুলি করে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহ আলম ভূইয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে এনায়েতপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কংকন বিশ্বাস। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক এ রায় দেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।