জামিনে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান টুকু


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১২ মে ২০১৭

জামিনে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সাংসদ ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্তির পরই অসুস্থ হয়ে টুকু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মুক্তি পান।

ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী অ্যাড. ইন্দ্রজিত সাহা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত ৭টি মামলায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন টুকু।

পরে বিচারক জাফরোল হাসান জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। এক মাস পর আজ ইকবাল হাসান মাহমুদ টুকু অবশেষে জামিনে মুক্তি পেলেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।