বরিশালে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৫ মে ২০১৭

রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে সারা দেশের মতা বরিশালেও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে পাঁচটি ট্রাকে চার ধরনের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের নিত্য পণ্য কিনতে দেখা গেছে।

ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। টিসিবি পণ্যের গুণগত মানও  ভালো বলে ক্রেতারা জানিয়েছেন।

নাসির উদ্দিন সোহাগ নামে এক ক্রেতা জানান, টিসিবি পণ্যের মান ভালো হওয়ায় তিনি খুশি। তবে মসুর ডালের দাম আরেকটু কম হলে সুবিধা হতো।

barishal

টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অপারেটর মো. সহিদুল ইসলাম জানান, এ অঞ্চলের আট জেলায় ১২১জন ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল নগরীতে রয়েছে ২১জন ডিলার। ছোলা বুট ৭০ টাকা, চিনি ৫৫ টাকা, সয়াবিন ৮৫ টাকা এবং মসুর ডাল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এবার খেজুর সরবরাহ না থাকায় তা বিক্রি করতে পারছে না টিসিবি।

তিনি আরও জানান, ইতিমধ্যেই টিসিবির প্রথম বরাদ্দের পণ্য নগরীর বান্দ রোডে সিএসডিতে ( ত্রিশ গোডাউন) পৌঁছে গেছে। এর মধ্যে প্রথম বরাদ্দে ১০৫ টন অস্ট্রেলিয়ান মসুর ডাল, ১২০ টন ছোলা বুট, ৮০ হাজার লিটার উন্নতমানের ভোজ্য (সয়াবিন) তেল এবং ১০০ টনের মতো চিনি ট্রাকে করে বিক্রির জন্য মজুদ রয়েছে।

সাইফ আমীন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।