যশোরে খাদ্যে বিষক্রিয়ায় স্বামীর মৃত্যু, স্ত্রী অসুস্থ


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৭ মে ২০১৫

যশোরে খাদ্যে বিষক্রিয়ায় হযরত আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী আছিরন নেছা বেগমকে (৭০) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃদ্ধ হযরত আলী গাজী মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের মৃত বিশ্বাস গাজীর ছেলে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মণিরামপুরের ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, বুধবার রাতে হযরত আলী ও তার স্ত্রী আছিরন বিবি ভাত খেয়ে ঘুমাতে যান। কিন্তু, রাতেই তারা দু’জন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের পরামর্শে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে হযরত আলীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

মিলন রহমান/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।