ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেগম নাছরিন জাহান (৪৫) নামে এক মা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর কাড়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বেগম নাছরিন জাহান (৪৫) ওই গ্রামের আবু ছালেহ জাহানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে নাকিব জাহান (১৩) বাড়ির উঠানে ঝুলানো তারে কাপড় শুকাতে গেলে সেই তারের ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের সংযোগের ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। এ সময় ছেলেকে বাঁচাতে মা নাছরিন জাহান ওই তার ধরে টান দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরিবারের লোকজন মা ও ছেলেকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় মা নাছরিন জাহানকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা মারা গেছেন বলে শুনেছি।
হাকিম বাবুল/আরএআর/এমএস