আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর আত্মসমর্পণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূ কামরুন্নাহার তূর্ণা হত্যার মামলার একমাত্র আসামি নিহতের স্বামী আরিফুল হক রনি আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার বেলা ১১টার দিকে জেলার বিচারিক হাকিম তৃতীয় আদালতে আত্মসমর্পণ করেন রনি। পরে বিচারক আয়েশা বেগম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তূর্ণা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রনির ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে।
এর আগে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংক থেকে গৃহবধূ তূর্ণার মরদেহ উদ্ধার করে পুলিশ। তূর্ণা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী আরিফুল হক রনি পলাতক ছিলেন।
এ ঘটনায় তূর্ণার বাবা মফিজুল হক বাদী হয়ে পরদিন আশুগঞ্জ থানায় রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম