বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ মে ২০১৭

শেরপুরে নালিতাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর সহায়তায় ধর্ষণের অভিযোগে ওই যুবককে আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। রোববার বিকেলে ধর্ষক ইসমাইল হোসেনকে (২৮) পুলিশ গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করলে তাক জেলা জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে, এদিন শেরপুর জেলা হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামের দিনমজুরের মেয়েকে গত ১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইসমাইল হোসেন বিয়ে করার কথা বলে নালিতাবাড়ী পৌর এলাকার তার বাসায় নিয়ে আসে।

কিশোরীকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বেপারিপাড়ায় তার সন্ধান পায়। পরে শুক্রবার রাতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ইসমাইল হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করে।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ইসমাইল ভাড়া বাসায় নিয়ে দুই দফায় ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম থানায় একটি মামলা করেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাকিম বাবুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।