ছেলের দায়ের কোপে বাবা আহত


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২২ মে ২০১৭

শেরপুরের শ্রীবরদীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছেলের দায়ের কোপে চাঁন মিয়া (৫৫) নামে ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত চাঁন মিয়া শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে।

এদিকে বাবাকে কোপানোর পর পরই ছেলে ভুট্টো মিয়া (২৮) এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

আহত চাঁন মিয়ার স্ত্রী ছোটন খাতুন জানান, তাদের দুই ছেলে তিন মেয়ের মধ্যে ছোট ছেলে সনি মিয়া বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকে। বড় ছেলে ভুট্টো মিয়া বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই থাকতো। কিন্তু  কিছুদিন তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় ভুট্টো মিয়াকে বাবা-মা বাড়িতে থাকতে দিলেও তাকে পৃথক করে দেন। আলাদা হওয়ার পর ভুট্টো মিয়া তার বাবার কাছ থেকে দেড় হাজার টাকা ধার নেন। কিন্তু সেই টাকা পরিশোধ না করায় সোমবার দুপুরে চাঁন মিয়া তার ছেলে ভুট্টো মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ছেলে ভুট্টো মিয়া ঘর থেকে ধারালো দা বের করে তার বাবাকে কোপ দেন। এতে চাঁন মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে ছেলে ভুট্টো মিয়া পালিয়ে যায়।

এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে  শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই মামলা হবে।

হাকিম বাবুল/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।