ড. রুপা হকের গ্রামের বাড়ি পাবনায় আনন্দের ঢেউ


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৯ মে ২০১৫

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ড. রুপা হকের গ্রামের বাড়ি পাবনায় এখন বিরাজ করছে আনন্দের ঢেউ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ফুফাতো বোন ড. রুপা হক।

শিমুল বিশ্বাস জানান, রুপার পিতা মনছের আলী ও মা দুলালী হক ১৯৭০ সালে ব্রিটেনে যান। সেখানেই ১৯৭২ সালে জন্ম হয় রুপার। মাঝে রুপা বেশ কয়েকবার গ্রামের বাড়িতে বেড়াতেও আসেন। রুপার এ খবর জেনে নিকট আত্মীয় সবাই আনন্দিত।

অ্যাডভোকেট শিমুল বিশ্বাস রুপার এ বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, রুপা তার যোগত্যা বলে এ অর্জন করেছেন। তিনি বিশ্বাস করেন, রুপা বাংলাদেশসহ বাংলাদেশি অভিবাসীদের জন্য কাজ করে যাবেন।

রুপার বড় মামা আবুল বাছেদ বিশ্বাস বলেন, রুপা আমাদের অনেক আদরের। ওকে নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। ওর নির্বাচিত হওয়ার খবর জেনে চোখে আনন্দে পানি এসে গেছে। ব্রিটেনের নাগরিকদের জন্য সে কাজ করবে। কিন্ত বাংলাদেশের মানুষদের সুবিধা অসুবিধা যেন রুপা সবার আগে গুরুত্ব দেয়।

ছোট মামা সবুজ বিশ্বাস বলেন, ছোট বেলা থেকেই রুপার মানুষের প্রতি অপরিসীম দরদ লক্ষ্য করতাম। অনেক গৌরব বোধ করছি। আমার ভাগ্নি আজ ব্রিটেনের নির্বাচনে জয়লাভ করে আমাদের ও দেশের ভাবমূর্তি বাড়িয়েছে।

এলাকাবাসীর অনেকেই বলেন, রুপা আমাদের এলাকার মানুষদের মুখ উজ্জ্বল করেছে। এলাকার সাধারণ মানুষ এখানে আনন্দ উৎসবের আয়োজন করেছে।

একে জামান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।