ধর্মঘট চলাকালে শ্রমিকদের মারপিটে ট্রাকচালক নিহত


প্রকাশিত: ০১:১২ পিএম, ২৩ মে ২০১৭

উত্তরাঞ্চলে ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ডভ্যান ও পিক-আপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির ডাকা পণ্য পরিবহন ধর্মঘট চলাকালে শ্রমিকদের মারপিটে আব্দুস সালাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা নামকস্থানে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, ট্রাকচালক আব্দুস সালাম দিনাজপুরের বিরামপুর থেকে ২২০ বস্তা ধান বোঝাই করে ট্রাক (বগুড়া-ট ০২-০১৪৯) নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিলেন। ধর্মঘটের কারণে শ্রমিকরা সোমবার বিকেলে মহাসড়কের শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় ট্রাকটি আটকে দেয়। রাত ৯টার দিকে  চালক ট্রাকটি নিয়ে শেরপুরেরর উদ্দেশ্যে যাত্রা শুরুর চেষ্টা করলে ওই এলাকার কিছু শ্রমিক লাঠি নিয়ে ট্রাকটিতে হামলা চালিয়ে সামনের গ্লাস ভাঙচুর করে। এরপর তারা হেলপার খোকন (২৩) ও চালক সালামকে (৪৫) মারপিট করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে মঙ্গলবার চালক আব্দুস সালাম মারা যান। নিহত সালাম শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকার মৃত মাজেম আলী শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

উত্তরবঙ্গ ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, কারা এই হামলার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।