বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৫ মে ২০১৭

বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন জয় লাভ করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন পক্ষে জোরপূর্বক ভোট দেয়ার অভিযোগ তুলে অপর দুই প্রার্থী ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা আগে বর্জনের ঘোষণা দিয়ে নতুন নির্বাচন দাবি করেছেন।

স্বতন্ত্রপ্রার্থী সোলাইমান আলী ও জেপি প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে দুপুর ১২টায় ভোট বর্জনের এ ঘোষণা দেন।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা পরিষদে নির্বাচন হলেও উচ্চ আদালতে মামলার কারণে বগুড়ায় শুধু সদস্য পদে নির্বাচন হয়। স্থগিত থাকে চেয়ারম্যান পদের নির্বাচন। এরপর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চেয়ারম্যান পদে ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন, স্বতন্ত্রপ্রার্থী সোলাইমান আলী ও জেপি প্রার্থী আমিনুল ইসলাম পিন্টু।

সোলাইমান আলী অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করে জোরপূর্বক ভোট নেয়া হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কর্মীদের বের করে দেয়া হয়।

তারা বলেন, এ কারণে বেলা ১২টার পর ভোট বর্জন করেছি। পাশাপাশি নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। একই অভিযোগ জেপি প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরীরও।

তবে আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন বলেন, তাদের অভিযোগ সত্য নয়। সুন্দর ভাবে নির্বাচন হয়েছে। প্রচুর ভোটার উপস্থিত ছিল। কোথাও কোনো সমস্যা হয়নি।

একই কথা বললেন জেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান। তিনি বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হেেয়ছে। কোথাও কোনো সমস্যা নেই।

এ জেলার মোট ভোটার ১ হাজার ৬০২ জন বলে তিনি জানান। জেলা পরিষদ নির্বাচনের ভোটার হচ্ছেন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।