ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৫ মে ২০১৭
প্রতীকী ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৫৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুবলা গ্রামের হিম্মত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান সংঘর্ষে জামাল মিয়ার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দুবলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রাহাত ও রউফের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে রউফের সমর্থক জামাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।