আখাউড়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৭ মে ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরপাড় থেকে নিহতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল ৮টার দিকে মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরপাড়ে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বুকে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরারা অন্য কোথাও হত্যা করে মরদেহ পুকুর পাড়ে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় আমরা জানতে পারিনি। তবে মরদেহ দেখে অনেকেই বলছেন নিহতের বাড়ি জেলার কসবা উপজেলায়।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।