কালীগঞ্জে ট্রাকচাপায় নিহত ১
প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকপায় আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খয়েরতলা বাকুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাকের বাড়ি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বেজপাড়ায় একটি পোল্ট্রি ফার্মে আব্দুর রাজ্জাক নৈশ প্রহরির কাজ করতেন। রাতে ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে বাকুলিয়া নামক স্থানে যশোরগামী একটি দ্রুতগামী ট্রাক (যশোর-ট-১১-৩৬৬৭) তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় আনে। স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি