সাকিব হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:১৪ এএম, ১৪ মে ২০১৫

সাতক্ষীরার আশাশুনি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল ছাত্র সাকিব হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জনতা ব্যাংক সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাকিবের বাবা আশাশুনি উপজেলা যুবলীগের আহবায়ক সম সেলিম রেজা মিলন, সহপাঠী অনিম রায়, তারিক আহমেদ, আশাশুনি ডিগ্রি কলেজের অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ইয়াহিয়া ইকবাল, চম্পাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আব্দুর রহিম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোস্তাফিজুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক একেএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ।

মানববন্ধন শেষে হত্যাকারীদের কুশপুতুল পোড়ানো হয় এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও ওসির মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানবন্ধনে আশাশুনি উপজেলা সদরের ১৫টি শিক্ষা প্রষ্ঠিানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১২ মে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা সাকিবকে পিটিয়ে হত্যা করে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।