ববিতার শাশুড়ি গ্রেফতার : চাচা শ্বশুর রিমান্ডে


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৪ মে ২০১৫

নড়াইলে গৃহবধূ ববিতা নির্যাতনের আসামি শাশুড়ি ইরিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে এ মামলার অন্যতম আসামি নির্যাতিত ববিতার চাচা শ্বশুর কালাম শেখকে রিমান্ডে নেয়ার আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল জানান, আদালত ববিতার চাচা শ্বশুর কালাম শেখকে ১৫ থেকে ১৭ মে পর্যন্ত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ববিতার স্বামীসহ বাকিদের রিমান্ডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, ববিতা নির্যাতন মামলায় একমাত্র  আজিজুর রহমান আজু ছাড়া বাকিরা গ্রেফতার হয়েছে।

ববিতা জানান, রোববার সদর হাসপাতাল থেকে বাবার বাড়ি এড়েন্দা গ্রামে ফিরে এসেছিলাম। কিন্তু, শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় আবারো লোহাগড়া হাসপাতালে ভর্তি হতে হয়েছে।  

হাফিজুল নিলু/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।