পাচারের সময় আটক ১১


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৫ মে ২০১৫

এবার জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে ভারতে পাচারের সময় ১১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালিপাড়া এলাকা থেকে নছিমন থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন, ভারতে পাচারের জন্য নছিমনযোগে কয়েকজনকে ভোমরা সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে নছিমনটি আটক করা হয়। আটক করা হয় ১১জন বাংলাদেশি। আটকদের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জাগো নিউজকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।