প্রেমিকার বিষপানের কথা শুনেই প্রেমিকের গলায় রশি
প্রেমিকার বিষপানের খবর শুনেই প্রেমিক গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। সাতক্ষীরার পাটকেলঘাটায় এলাকার যুগিপুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক ঘটনাটি উভয় পরিবারের সদস্যরা জানতে পারায় প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে।
প্রেমিক পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামের আনিচুর রহমানের ছেলে শামীম হোসেন (১৯) ও প্রেমিকা একই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন (১৫)।
স্থানীয়রা জানায়, উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। মেয়ের বাড়ি থেকে সম্পর্ক মেনে না নেয়ায় শনিবার সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনা প্রেমিক শামীমের শোনা মাত্রই নিজের ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তবে উভয় পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। উভয়েই এখন সুস্থ রয়েছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে থানায় কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি।
আকরামুল ইসলাম/এএম/পিআর