নড়াইলে ৭৯ বোতল ফেনসিডিলসহ আটক ২


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৫ মে ২০১৫

নড়াইলে ৭৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকদের ব্যবহৃত মটর সাইকেলে তল্লাশি চালিয়ে ট্যাঙ্কির মধ্য থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকরা হলেন, সাতক্ষিরা সদর উপজেলার গদার খান গ্রামের আনিচুর রহমানের ছেলে শাহাদত সরদার (৩৫) ও একই উপজেলার ধলবাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে শাহাজান গাজী (২৬)।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করীমের নেতৃত্বে এক দল গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইল মুলিয়া রোডের মান্দার হাফেজের বটতলা থেকে মটর সাইকেল থামানোর সংকেত দেয়া হয়। এসময় তারা সংবাদিক পরিচয় দিয়ে দ্রুত সটকে যেতে চাইলে পুলিশের সন্দেহ হয়। পরে মটর সাইকেল আটক করে তল্লাশি চালালে  ট্যাঙ্কির মধ্য থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের আটক করা হয় বলেও জানা যায়।

এসআই মো. রেজাউল করীম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের নামে নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাফিজুল নিলু/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।