সিরাজগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
সিরাজগঞ্জের তিন উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার সকালে বেলকুচি উপজেলার নানা বাড়িতে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে সবুজ হোসেন (১০) নামে এক মাদরাসাছাত্র।
নিহত সবুজ বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার ছাত্র।
বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সবুজ বাবার সঙ্গে অভিমান করে রোববার নানা বাড়ি পার্শ্ববর্তী ক্ষিদ্রমাটিয়া গ্রামে চলে যায়। সোমবার সকালে নানা বাড়ির একটি ঘরে ধর্নার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ঘরের ভিতরে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সবুজের পরিবারের দাবি- সবুজ বাবার সঙ্গে অভিমান করে গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মরধরের শিকার তাড়াশের আব্দুস সামাদ (৫৮) রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের মৃত কালাম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান জানান, গত শনিবার তাড়াশ থানার পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউপির বিল বিলাসপুর গ্রামের নারায়ণ দাসের ছেলে নিখিল দাসের বাড়ির পুকুরে আব্দুস সামাদের বাড়ির কয়েকটি হাঁস নেমে পড়ে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নিখিল সামাদকে বেধরক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়াও রোববার রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার পৌরসভা এলাকার ডাকবাংলো পাড়ায় সেবা ক্লিনিকের ২য় তলা থেকে শিশির আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ করা হয়।
নিহত শিশির বগুড়ার শিবগঞ্জের ফয়সাল রহমানের ছেলে ও স্থানীয় রংধনু ডিজিটাল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাকিবুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে শিশির তাদের ভাড়া বাসার একটি রুমে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি