কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৪ জুন ২০১৭

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জের মূলগাঁও ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, দেশের কল-কারখানা নারীবান্ধব হলে সেখানে ভালো ফলাফল পাওয়া যায়। তাই যারা নতুন নতুন কল-কারখানা গড়ে তুলছে নারীদের ব্যাপারে তাদের ভাবতে হবে। নারীদের অগ্রাধিকার দিলে ব্যবসায় ভালো ফল আসবে। কারণ অন্য দশজনের মতো নারীরাও এদেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করছে।

pran

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়েছেন। ব্যবসায়ীদের গ্যাস-বিদ্যুতের সমস্যা তিনি নিজ উদ্যোগে সমাধানে কাজ করে যাচ্ছেন।

মূলগাঁও ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার কমান্ডার মো. শামসুল আলম মিয়া বিএন (অব.) এর পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন প্রাণ-এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল-এর পরিচালক আর এন পল, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যানের মা সাবিহা আমজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইদুর রহমান সাঈদ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।