সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই বনদুস্য আটক
প্রতীকী ছবি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন চালতেবাড়িয়া খাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
আটক বনদস্যুরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম হাওলাদার (২৬) ও আশাশুনি উপজেলার মীর্জাপুর গ্রামের নূর ইসলামের ছেলে গোলাম রসুল (২৩)।
এ সময় এদের কাছ থেকে ৪টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনালা বন্দুক ও তিনটি কাটা রাইফেল।
র্যাব-৬ খুলনার লে. এএএম জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম