মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ


প্রকাশিত: ০৪:১৫ এএম, ১৬ জুন ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে প্রথম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ ব্যপারে মামলা করেছেন। মামলায় কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শ্যামল মিয়াকে আসামি করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই শিশু কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী এবং ধর্ষক শ্যামল মিয়া ওই স্কুলেরই নৈশ প্রহরী।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে পেশকার শুকুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত ওই স্কুলছাত্রীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজাহারভুক্ত করতে কাজিপুর থানাকে নির্দেশ প্রদান করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর ১২টার দিকে কাজিপুর পৌর এলাকার ৪৬নং কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (আরডি) নৈশ প্রহরী শ্যামল মিয়া ওই স্কুলছাত্রীকে তার মায়ের কাছ থেকে মিথ্যা অজুহাতে বিদ্যালয়ে এনে স্কুলের অফিস কক্ষে যৌন নির্যাতন করে।

কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে স্কুলের নৈশ প্রহরী শ্যামল মিয়া তাকে ব্যাথা দিয়েছে।

বিষয়টি ধামাচাপা দিতে এলাকার মাতবররা চেষ্টা চালায় এবং কাজিপুর থানা পুলিশ মামলাটি গ্রহণ না করায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।