সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যানজট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভারসহ ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজট দেখা দিয়েছে।
শুক্রবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
ঘটনাস্থল থেকে বাসযাত্রী সোহাগ হোসেন জানান, তালতলা থেকে বিনেরপোতা পর্যন্ত যানজট। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
বিনেরপোতার স্থানীয় জিয়াউর রহমান জানান, দুই ট্রাকের সংঘর্ষের পর শ্রমিকদের মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস